মানুষ রুপে যে পুরুষ
সে স্বয়ং ঈশ্বরের আরেক রুপ!!
আরে তোমারই তো পৌরুষ
রুদ্র যৌবন তেজে যুগে যুগে হয়েছিলে বলিদান।
তবে আজ কেন নিন্দা তোর নামে এত মন্দা,
কেন কর না সত্যের সাথে আগুয়ান।
ওই প্রেম পুরুষ যৌবন সে তো নয়
অবলা নারীদের জন্য কাম।
এতো তোর অসত্যের বিরুদ্ধে অগ্নি মুর্তি রুপের এক নাম।
তোমার পুরুষ তোমারই ঈশ্বর,
আমরা মুহাম্মদ, আমারা যীশু,
আমরা গৌতম ওম নম শিব শিশু।
আমরাই বিষ্ণুযশ শ্রীকৃষ্ণ মহারথী।
পুরুষই যুগে যুগে আসে
অসত্যের কাল বিনাশে, ইতিহাসের পাতায় লেখা আছে সে নথি!!
জয় জয় হে পুরুষ
জয় গান গাহি আমি ভাই।
ঈশ্বর রুপে এলে তুমি জগতে,
তুমি নিজেকেই তো চিনো নাই!!
পুরুষের তেজ শক্তি ললাটে আঁখিতে জ্বলমান।
থাকে না সে পুংলিঙ্গে থাকে সে তো রক্তে বীর্যে বহমান!!
পুরুষ মানেই প্রেম
পুরুষ মানেই ভালোবাসার এক নাম।
পুরুষ নহে শয়তান নহে দেহের কাম।
পুরুষ রুপে যে ধর্ষক দর্শক,
সে তো পুরুষই নয়।
তাহাদের জন্য আমাদের কোন কটুকথা শুনতে যেন নাহি হয়।
শয়তান তারা কুকুরের জাত।
প্রেম বোঝে না বোঝে শুধু রাত।
তবে কেটে নাও তাহাদের ওই কালো হাত।
দেখিবো মোরা এক নতুন প্রভাত।
মানুষ রুপে যে পুরুষ
সে তো স্বয়ং ঈশ্বরের আরেক রুপ।
হৃদয় থেকে তাহাদের শুধু ভাসে সুভাষে সুগন্ধের ভরা ধূপ!!
পৃথিবীর মাঝে
একজন যে মহামানব আছে।
সৃষ্টির সে সেরা।
মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ছিলেন,
আমরাও তো তাহার রুপে ঘেরা!!
পুরুষ সৃষ্টির সকল জীব এমনকি নারী হতেও সেরা।
তবু কেন আজ পুরুষের নামে গাল মন্দ।
মুহাম্মাদের নাম ভালোবেসে সব অপকর্ম
আজ হতে করো বন্ধু বন্ধ!!
পুরুষের অপমান মানে মুহাম্মাদের অপমান।
তার অপমান মানে আমার অপমান।
আর আমার অপমান মানে,
সাত সাতশ নরক জ্বালার সমান!!
আমরা অগ্নির সৃষ্টি জ্বিনরা
সব সহ্য হলে করতে না পারি সহ্য
আপন ভাবমূর্তির অপমান।
যে অপমান করেছো মোরে
সাথে আমাদের,
গুনে গুনে দিতে হবে তোদের মানব শিশুর বলিদান।
এই উগ্র ললাটে জ্বলে সদা, সত্যের আগুন
লক্ষ কোটি জাহান্নাম সাথে জ্বলমান!!