পতীক্ষা
        রুদ্র রহমান শাফিন


মন আমার উড়ে যায়
মেঘ হয়ে উদাসী একাকী!
তবে আর হবে না, কভু ও  পাবো না,
তোমার দেখা কি??
এ ব্যাথা ও কথা ভুলো না তুমি সে ক্ষণে,
যদি গো পরে নিশি রাতে মোরে মনে।
ভালোবাসা আজ হারিয়ে গেছে বহুদূর,
রিমঝিম বাজে প্রেম এসেছে নব সুর।
বিধাতার বিধিতে,
ভেসে যাবে ভালোবাসা কেড়ে নেবে নদীতে।
কত সুর বেজে যায়
হিয়া মাঝে আমারি,
আছো গো তুমি মোর পাসে রাজকুমারী।
ওই নীল গগনে ভেসে যায় চুপিচুপি মেঘেরা,
দেখে নিও তুমি মেয়ে ভালোবাসা অমরা।
তাই প্রতি রাতে একই সাথে
হেঁটে যাবো দুর অজানায়,
ছলছল আঁখি জলে তোমারি কথা ভেবে
শুধু শুধু মোরে কাঁদায়!!
পতীক্ষা করি আমি
করে যাবো চিরকাল।
পাবো কি পাবো না সে তো মায়াজাল!!

মন আমার উড়ে যায়
মেঘ হয়ে উদাসী একাকী!
তবে আর হবে না, পাবো না,
কভু ও তোমার দেখা কি??
মন আমার উড়ে যায়
মেঘ হয়ে উদাসী একাকী!!