জীবনের প্রতিটি পদে পদে মোরে দিয়েছে অভিযোগ।
সহিতে পারি না আমি আর তাই করেছি জীবনের বিয়োগ।
সেই দিনে সেই এক চিঠিতে
লেখা ছিল মোর কপালের বেদনা যত কষ্ট,
ছিল মোর ভালোবাসার আশা,পুরনো এক ভাঙা ঘড়ি নষ্ট।
আমি আমার জীবনে উদাসী
শত অভিযোগে হেরে গিয়ে,
গলায় বেঁধেছি ফাঁশি।
কেঁদে মর মোর প্রিয়জন যত
আমি আজ শুধু একা একা হাসি।
দেখা দিবে মোর ফাঁশি দেওয়া ঝুলন্ত
নিথর পাথর দেহ।
সেই মৃত চোখ জোড়া হতে ঝরে জল
দেখে না তো কেহ।
আমার আপন মৃত দেহ,
দেখিবে না দেখিবে না
তো আর কোনদিন কেহ।
নিজের জীবন নিজে যদি করো বিচ্ছেদ।
নরলোকে হবে ঠাঁই নেই কোন বিভেদ।
তাঁর চেয়েও জ্বালাময়ী মোর এই জীবনে।
বেঁচে থেকে যত লাভ
তার চেয়ে বেশি পাপ,বেঁচে থাকি যদি ভুবনে। আর তুমি ওগো বেঁচে থেকো চিরকাল।
মনে পরে মোরে যদি কভু,একটুও হয়েও তুমি বেসামাল।
আমি ভালোবাসি তোমারে,
বেসে যাবো ভালো আমি আরো,
তবু চিনি না আমি তো আমারে।
চিনিয়ে দাও মেয়ে তুমি মোরে,
যেমন চিনেছিলে রক্তিম সূর্য ওই রোজ ভোরে।
ভালো থেকো তুমি চিরকাল মোর হিয়ার মাঝে।
কান পেতে শোনো মেয়ে মৃত হৃদয়ে শুধু তোর নাম বাজে।
তুমি রবে চিরকাল সবে মোর হিয়ার মাঝে।
একটুখানি কেঁদো তুমি মেয়ে, তুমি আমার জন্য।
আমি মরে গেয়ে দোযখে পুড়ে গিয়ে
তবুও হয়ে যাবো ধন্য।
তুমি শুধু একটুখানি কেঁদো মোর জন্য।
জ্বলেপুড়ে আবেগে আমি তোমার প্রেমে কালি অঙ্গার।
পুড়ে যেতে চাই তোমার প্রেমে আমি শত জন্মে বারবার।
ভালোবাসি এই চার শব্দের কথা
তুমি শুধু মোরে বলো একবার।
আমি ভালোবাসি তোমায়
বেসে যাবো সব সময়, মরে যাবো আমি আবার!!