আজি ওই কোন গগনে ফুল ফোটে?
ওই কোন গগনে ফুল ফোটে?
মোর মন মাতানো ছন্দতে আজ
কালবোশেখীর ঝড় ওঠে!!
মোর দিন দুনিয়া উল্লাসে আজ
ঝড় উঠিয়া ফুল হাসে নাচ
আয় দামিনী কই যুবরাজ
প্রলয়-পাথার সই তব বাজ!!
হ্যাঁরে ভাই
ওই কোন গগনে ফুল ফোটে?
মোর পিনাক-পাণির শূল টোটে
সুদর্শন চক্র থেমে যায় লুটে!!
ফুট ফোটে মোর ফুল ফোটে।।
আজ বাজায় বাঁশি ছন্দ যে মোর
পালায় প্রেমিক হাতে ধরে জোড়
উঠলো ঊষা ঐ হলো ভোর,
ফুল ফোটে মোর, ফুল ফোটে।।
আজ মাতাল মধু পান করিয়া
কার জাদুতে গান ধরিয়া
যায় বধূ মোর প্রাণ মরিয়া
কাল-নটরাজ পায় পরিয়া!!
ভুল টোটে ওই ভুল টোটে
ওই মাতাল রাজার ফুল ফোটে!!
ঐ বিষ্ণু-পাখি যায় উড়ে
রাজ-লক্ষী রানি গায় সুরে
ঐ কোন দুরে? ঐ কোন দুরে?
মোর লাল-হিয়া সই যায় পুড়ে!!
ওই চাঁদ চুমু আজ কার ঠোঁটে,
ফুল ফোটে মোর ফুল ফোটে।।
রাজ-রোষে ধূমকেতু কাল-নাগ ছোটে!!
অগ্নি মাখা উল্কাতে
উঠলো কে সে এই রাতে?
ফুটলো ফুল প্রভাতে,
ভাঙলো ভুল জগতে।।
ফুল ফোটে মোর ফুল ফোটে,
এই রক্ত জবা নয়ন দুটোর
আজ কাল-নিশিতে ভুল টোটে!!
ওই সিংহ পুরুষ রাজার গর্জনে
মোর দেহ রুদ্র সাজার অর্জনে,
মন ছোটে মোর মন ছুটে
প্রাণ ছুটে যায় ওই লুটে।।
স্বর্গেরই সই হুর পরি
নাচান নাচান সুর ধরি
হায়দরিতে আগ-হরি
পায় পরি মেয়ে আয় মরি!!
আজি ওই কোন গগনে ফুল ফোটে?
ওই কোন গগনে ফুল ফোটে?
মোর মন মাতানো ছন্দতে আজ
কালবোশেখীর ঝড় ওঠে!!
মম বক্ষতে আজ ফুল চোটে
তাই স্বর্গেরই দূত যায় ছুটে,
আঁধার হেরায়- আলো জ্বালায়
মোর নূর-নবীর ওই দুখ টুটে!!
ফুল ফাগুনের রঙ্গ লীলায়
ভুল নারী সে অঙ্গ বিলায়,
হা-হা উল্লাসে।
ভুল হাসে মোর ফুল হাসে
নয়ন জোড়ার জল ভাসে,
কাজল কালো চোখ দুটে
সত্য-শশীর ফুল ফোটে,
আজকে আমার ভুল টোটে
আমার দুখ গেলো ওই-
রাজ-রজনীর চাঁদ উঠে।।
মোর মন মাতানো ছন্দতে আজ
কালবোশেখীর ঝড় ওঠে!!