সহসা সেদিন গভীর নিশিতে
ঘুম ভেঙে গেলো স্বপন বাঁশিতে,
নয়নও খুলিয়া দেখিয়া গগনে
উঠিয়াছে কি চন্দ্র সুদূর লগনে,
চেয়ে দেখি আমি একি
শূন্যে পড়িয়া চন্দ্র পৃথিবী,
নাহি ঘুরিছে মহাকাশে গ্রহ তারা রবি,
আজি একি হলো, কি হলো?
সপ্ত মহাসিন্ধু জোয়ার নাহি কলকল!!
হঠাৎ কি ভাবি কি জানি আমি,
সম্মুখে দাড়ানো দেখি ঐ মহা-অন্তর্যামী!
তাঁহারে দেখিয়া হইয়া ব্যাকুল
জানি না আমি করি কি লাগি আকুল,
শেষে অবশেষে বলি হে প্রভু-
আপনি তো দেখা নাহি দেন কভু,
শেষ অন্তে বিশ্ববিধাতা খুলিয়াছে মুখ,
আছে তব কি বাসনা, আছে কি দুখ,
আমি কিছু ক্ষণ ভাবিয়া শেষে
অস্থির বেশে মৃদু হেসে হেসে,
বলি হে প্রভু,
চাই যা আমি দিবেন তা যদি,
দিয়ে দাও তবে মোরে ঈশ্বরগিরি সাথে ঈশ্বরের গদি!!
শুনিয়া প্রভু মহাজন,
ভয়ে ভয়ে তাকিয়েছে ক্ষণ,
পুনঃ পুনঃ থরথর ভয়ে কাঁপে
হাসিয়া মরেছি আমি, সংশয় শয়তান অভিশাপে,
যদি নাহি দিতে পারো মোর এই চাওয়া,
তবে ভেবে নেবো প্রভু,অসীম ক্ষমতা তোমার ভুয়া!!
আজি উত্থান হবে মহাউত্থান,
ঈশ্বর-পরির্বতন হবে, ভয়ে কাঁপে পাপী শয়তান!!
বুকের মাঝে বাজে চির সুন্দর গাওয়া জয়গান,
যেন যায় প্রাণ যেন যায় মান,
তবুও হবে আজি মহাউত্থান
এসেছি আমি নব নব-ভগবান,
আজ মোরে করো ঈশ্বরের ঈশ্বর-বরদান।
মৃত প্রাণে আসুক জান!!
বাজারে মহাজয় গান।।
আজি নাচিয়া উঠিয়াছে ফের মৃত সিন্ধু,
বাঁচিয়াছে বনওবৃক্ষ পৃথিবী রবি বন্ধু,
গগনে গগনে উঠিয়াছে জ্বলিয়া
চন্দ্র সূর্য্য গ্রহ তারা শত বিন্দু!!
আজি আর আঁধার নাহিরে
ভুবনমোহিনী গোলাপের বাহিরে!!
আজি চারিদিকে শুধু আলো আলো মধু ছন্দ,
মউ মউ করছি দিকদিগন্ত বকুলের মোহ গন্দ,
পৃথিবীতে কেউ নেই মোরা অন্ধ,
নেই লাল রঙের খেলা বারুদের পোড়া দ্বন্দ্ব,
আজি মহানন্দ মহানন্দ,
নেই কোন আজ আর তালা দেওয়া বাড়ি
নেই বিশ্বের কোন প্রেমিকের দ্বার বন্ধ!!
মোরা উত্থান চাই মহাউত্থান,
যেন কোন ঘরে ক্ষুধায় কাঁদে নাহি শিশু
মুখে থাকে শশীহাসির সুখ গান!!
আর পদতলে লটু মরে যেন শয়তান,
মোরা বিধাতার কাছে চাই
সত্য সুন্দর প্রেম ভালোবাসার মহাউত্থান!!