কাকে বলে মহাবীর?
সত্যের সাথে যাঁর উন্নত-শির!
সত্যের কাজে তাঁর নাই ভয়
সে বেশি কথা নাহি কয়,
জগতের মহাবীর শির-দুর্জয়।।
কাকে বলে মহাবীর?
মহাপ্রলয়ের জটাধারী নটরাজ
তবুও ধ্যাণে স্থীর!!
কাকে বলে মহাবীর?
এক-আল্লাহ ছারা
কারো ত্বরে নহে নতশির!!
ভেঙেচুরে-জ্বলেপুড়ে
একা হেসে হেসে অস্থির।।
অসত্য তব পদ তলে লুটে যায়
ভয়ে কেঁপে মরে শালা আফসোসে হায়,
হায় হায় হায়!!
ওই মহাবীর রুদ্র-রুধির ছারা
আর কি সে চায়।।
ওই মহা বাংলার সব ভুঁয়ো রাজনীতির
বুকে ইতি টেনে গীতি গানে,
নাচি মম ম-ম বম্ বম্!
বাদলে মাদল বাজে ঝমঝম।।
সে অগ্নি পুরুষ, সে সিংহ পুরুষ,
তাঁর ললাটে জ্বলমান রুদ্র-ক্রুশ!
তার মহাপ্রলয়ের নৃত্যের তান্ডবে
সপ্ত সিন্ধুতে ডুবে ডুবে মহাবিশ্ব তরি,
নাচ তা তা থৈ থৈ - ধ্বংসের গীত কই
মহাকাশে ফেটে ওঠে মহাগ্নী-গিড়ি!!
কাকে বলে মহাবীর??
যার ললাটে মাখা লাল রক্ত-আবির!
তাঁর চোখও জলে,
জ্বলে উঠে শত নরকের আগুন,
তাঁর হাসি মুখে ফুটে ওঠে ফুলও ফাগুন!!
কাকে বলে মহাবীর??
যাঁর রুদ্র রক্তে,অসীম তেজ অচির!!
তাঁর হুংকারে ঝংকারে
সত্যের অহংকারে জ্বলে সূর্য প্রদীপ।।
সে শিশু শশীর হাসি হেসে,
ললাটে পরে চন্দ্রের টিপ!!
এলো মহারথী মহাবীর,
হাতে তাঁর খাড়া শমশের
আমি উন্নত শির,
এই দেহে বহমান রুদ্র রুধির!!
আমি প্রলয় টীকায় রাহু অগ্নি শিখায়,
প্রেত ভূত শিব সুত মোহ কৃষ্ণ কেকায়,
একা রাজ করি মহাবীর।।
সত্যের সাথে আমি উন্নত শির!!
কাকে বলে মহাবীর??
কাকে বলে মহাবীর??
খোদা ছাড়া কারো ত্বরে
যাঁর নহে নতশির,
আমি উন্নত - শির!!