ডান হাতে ঘোরে
বাম হাতে পোড়ে
চারিদিকে নব ছন্দ,
জ্বলে পুড়ে সব শেষ হয়ে যায়
তবু একি মহানন্দ!!
আমি কবি রুপে
আসি চুপেচুপে,
স্বর্গ মর্ত্য থেকে নেই ছন্দ
প্রেম দেই আর প্রেম নেই
ভালোবেসে হেসে হয় যত দ্বন্দ!!
রাখিবো তাহারে নয়নে ভরিয়া
হিয়ারই মাঝেতে যতনে ধরিয়া।
ভালো সে নাহি বাসুক তাতে কি আসে যায়,
বেসেছি ভালো তারে যে আমি ইহাই অনেক হায়।
একক লেখক হতে চাই আমি,
ছন্দের ছবি আকিঁ দিবাযামী!!
বসন্তের প্রথম ভালোবাসা তুমি,
খুশবু যে অলকে আঁধারে,
পাখির গানেতে বনেবাদাড়ে,
তাই নিয়ে যত ভাবনা,
পবিত্র প্রেম নিবেদন করি,ইহাতে কোন পাপ না!!