জানো মানব হে!!
জানো কি নন্দিনী হে সুখী নন্দন,
এই আমারে কেহ চায় না,
চায় সবে বৈভব চায় ধন,
কেহ নাহি চায় আমার দুঃখ ভরা মন।
ছেড়ে যায় আমায় ভেঙে দেয় প্রেম বন্ধন,
আমি কেঁদে কেঁদে মরি
নাকি দিয়ে দেবো গলায় দড়ি,
এই ভেবে আসে মোর শুধু ক্রন্দন!!
ভেঙে দেয় প্রেম ভালোবাসার সব বন্ধন।।
সবে বলে কি আছে তোর,
আমি বলি, ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছু নাহি মোর।
আমি দরিদ্র অসহায় এক কবি,
তাই মোরে ছাড়া পৃথিবী চায় সবই।
বাসবে কি কেউ ভালো এ আমারে,
কেউ কি আমার প্রিয় বন্ধু হবি।
মোর দুখ ভরা ক্রন্দন শুধু ক্রন্দন,
আমি অসহায় এক কবি ভবঘুরে কাঁদি নন্দন,
ও চাঁদ আমার জন্য নয়, নয় সুন্দর প্রেম চন্দন!!
আমার চোখ জলে, জ্বলে হিয়া মন।
শুধু কাঁদি আমি বসে বসে সারাক্ষণ।
কেন জানি না চোখে পানি আসে মোর অকারণ। ধন সম্পদই কি প্রেম ভালোবাসা হাসা জীবনে।
কোন কবি বলেছিলেন ভালোবাসা নেই ভুবনে।
পৃথিবী তুমি কি চাও,
কি চাও হে মানব সকল!!
যাহা চাও তাহা নিয়ে যাও
মোর কাছে যা আছে আসল নকল।
আমার এই কবিতা
তোমরা কি কেউ ভালোবাসো??
যদি ভালোবাসো
তবে কাছে আসো
কাছে এসে মোর পাশে বসো,
প্রাণ খুলে শুধু হাসো!!
আমি শুধু দেখি চেয়ে তোমাদের সুখ বারবার,
জানি না তোমাদের সুখ দেখে আমি আবার
হবো না কি পাপী গুনাহগার।
তবে এসো না মোর কাছে তুমি আর বার।
জানো কি তোমরা,
হে সুখী নন্দন সুখী নন্দিনী।
ছেড়ে গেছে চলে আমায়,
আমার ভালোবাসার প্রিয় সঙ্গীনি।
দেখবে না কেউ আমার চুপিচুপি করা ক্রন্দন।
দেখে যদি তবে দেখে,
মোর আল্লাহ শুধু একজন!!