জয়ও ঝঞ্ঝা
মনও প্রাণ যা,
যা যা উড়ে বহু দূরে
ডানা মেলে যারে চলে
জয়ও ঝঞ্ঝা!!
দিবানিশি বাজে বাঁশি
চারিপাশে তার প্রাণও হাসি,
ওই এাশে জয়ও ঝঞ্ঝা
মনও প্রাণ যা
একই সাথে পাশাপাশি।
উড়ে যারে বহু দূরে
পৃথিবী ভেঙে চুরে
ঘুরে ঘুরে, ভুবন দাও জ্বলে পুড়ে!!
নব নব তব হিয়া সুরে, যা যা উড়ে।
জয়ও ঝঞ্ঝা -মনও প্রাণ যা
একই আকুল একই ব্যাকুল
মধু ভরা হিয়া ঘ্রাণ যা!
ভেবে পাবে সে কি যাবে,
রয়ে যাক না,না নাহি রবে,
হবে তবে কি যে ভবে
পোড়ে চিতায় শব সবে!!
তারই সানে দিকও পানে
গ্রহ তারা ঐ আলো জানে,
ভেসে ভেসে হেসে হেসে, একা একা।
মধু মাখা মোহ দেখা
সবই আঁকা-বাঁকা যে-মন চাঁদ-রাকা!!
তবু তারে বাজে প্রাণে সাথে হিয়া-শাখা।
জয়ও ঝঞ্ঝা - মনও প্রাণ যা
হিয়া কোণ যা,
উড়ে যা যা বহু দূরে, নব সুরে, ভেঙে চুরে।
যারে চলে ডানা মেলে
ছাই পোড়া মহী ফেলে,
বাঁশি গানে এই মনও জানে।
কারই পানে আছে চেয়ে
বুকে জল ব্যাথা পেয়ে।
জয়ও ঝঞ্ঝা
মনও প্রাণ যা
উড়ে যাবে বহু দূরে, নব সুরে তব সুরে,
হিয়া মন আলোয় আলো ভেঙে চুরে!!
জয়ও ঝঞ্ঝা
দেহ মন যা
প্রাণ ও কোণ যা,
যারে উড়ে পিছু ফিরে ঘিরে ঘিরে জয়ও ঝঞ্ঝা!
একই সঙ্গে মনও রঙ্গে প্রাণও ঢঙ্গে
জলতরঙ্গে নাচে নৃত্য উঠে তুঙ্গে!!
বাজা ঝমঝম,
নাচে চুমকি পায়ে দিয়ে ঘুঙুর ছমছম,
হেলেদুলে নাচে ভুবন
ফেটে ওঠে গিড়ি গগন,
তারই সানে জয়ও গানে
নাচে সত্য নাচে মর্ত সাথে চিত্ত একই প্রাণে।
জয়ও ঝঞ্ঝা!
জয়ও ঝঞ্ঝা!
জয়ও ঝঞ্ঝা!