আজ নাচ নাচ,নাচরে আমার।
এসেছে ভীম বাদলে মাদল বেজে রুদ্র তোমার!
এলোরে ঐ ঝঞ্ঝা পাগল! ঝঞ্ঝা পাগল!
তোর ওই উগ্র নেশায় ধ্বংস ভূগোল,
এসেছে প্রলয় নেশায় মত্ত হয়ে রুদ্র-যুগল!
নাচে আজ প্রাণ খুলিয়া অগ্নি ঈগল,
এলোরে মহাপ্রলয় প্রেমের ঝঞ্ঝা পাগল।
বিশ্বের ওই বিশ্ব নেতা
মাঃভৈ মাঃভৈ ডাকে কোন বিধাতা,
জ্বালাও ললাটে অগ্নি শিখার রুদ্র টীকা
এসেছি আর্য রাজা ভয় ঝটিকা!
অপমান বেদনায়,
জ্বলছে হৃদয়ে রুদ্রের রুদ্র - আগুন।
ভেঙে ফেল বেদনার বিশ্ব-সমাজ
প্রলয় রাজা আপনি জাগুন,
আমার এই বক্ষে আগুন
আমান এই চোক্ষে আগুন
আমার সর্বাঙ্গে জ্বলছে ফাগুন,
দুঃখ লেগে আগুন জ্বলছে দ্বিগুণ!!
ওরেও মানব দানব
উগ্র শিরের রুদ্র পুরুষ,
ভেঙে ফেল বিষ্ণুর চক্র-শঙ্খ
শিবের এিশূল যীশুর ক্রশ!!
দাও দাও শক্তি মোরে
আমার এই দুনয়নের জলের ত্বরে
যেন সাত-সাতশো নরকের অগ্নি ঝরে!!
দশ-দেশেতে আছে যত
অশুভ অশান্তিরই দ্বার,
তাহারই ওই দরজায় মার লাথি মার
ঐ প্রচন্ড দ্বারে
উগ জোশে তীব্র হারে
ভাঙ ভেঙে ফেল সব দুয়ারের দ্বার গুলিরে।
লুটে যায় টুটে যায় গৌরব ধুলিরে!
নাচো আজ আমার প্রলয়-পাখি ঝঞ্ঝা পাগল,
দেখো তাঁর উগ্র নেশায় ধ্বংস ভূগোল!!
কবির ওই পরিচিতি
দাওরে এবার ইতি,
জেগেছে ঐ হৃদয়ে রুদ্র-প্রেমের দূর্গা প্রীতি।
ভেঙে দাও উমা রানি
বিশ্ব-সমাজের নিয়ম নীতি!!
জৈ-জৈ জৈরে কিশোর
এসেছে লগ্ন বিজোড়
উঠেছে ঝঞ্ঝারই ঝড়।
সে মোর ঝঞ্ঝা পাগল,
তোর ওই রুদ্র-রোষে
বিশ্ব-হেসে
নেচে যায় কোন শিষ্য যুগল!!