লাল লাল ফুলে ভরা ঐ গাছটি
চারিদিকে ডালে ছড়ানো কি মিষ্টি।
জবা বলে, আমি ঘ্রাণহীন দৃষ্টি।
বসে থাকি চুপচাপ একাকী সৃষ্টি।
প্রজাপতি শুধু নেয় কেড়ে,
মধু ভরা পুষ্পের রসটি!
আমারই সাথে কথা সে তো বলে না।
সার্থের কারণে আসে যায় ভালোবেসে চলে না।
ঘ্রাণহীন পুষ্প,
হবে না তাতে কেহ তুষ্ট।
জবা বলে দেখো সবে ভারি দুষ্ট।
একা রাতে আঁধারেতে বসে রই একলা,
দেখি চেয়ে কত তারা।
চেয়ে দেখে আমাকে আচমকা অঝরা!!
রাতের ওই তারা গুলো বলে কিসে তোমার এত দুখ,
শুনাও মোদেরই কাছে।
রাতের এই নিশি ক্ষণে ভুলি মনে ব্যাথা যত আছে।
জবা ফুল চেয়ে রয় তারাদের মুখও পানে
লাল লাল শত ফুল ফুটিয়ে।
দেখে চেয়ে তারা গুলো সব দুখে জ্বলে মিটমিটিয়ে।
দুখো ভরা মুখখানি লুকিয়ে।
আমি ফুল জবা ফুল
দেখি চেয়ে সারা রাত
আকাশে তারা রুপে তোমারে।
তারারাও চেয়ে দেখে সব আমারে।
তবুও দেখে না মোরে সে
হিয়া মাঝে তুলে কেহ যে।
শুকিয়ে পড়ে থাকি গাছের ওই তলাতে,
লুটিয়ে পড়ে রই ঘুমিয়ে, মাটির মায়ের কোলেতে!!
আমি ফুল জবা ফুল,
দুলে দুলে করি ভুল।।