জানি না আমি পেরেছি কি-না,
হয়তো পারিনি, হয়তো বুঝিনি
খুজেছি তোমারে অথবা খুঁজিনি।
আমি কবিতা লেখেছি,
প্রেমের প্রিয়টা দেখেছি,
হয়তো পারিনি হতে তোমার মনের মত কবি,
জানি না সুখ দিয়েছি কতটু, এঁকেছি রং ছবি।
আজ ভালোবাসা গুলো
পরে আছে যেন সব ধুলো,
ওই নীল গগনতলে প্রেমের মৃত্যু,
হলো আজ এই কাল লগ্নে,
জানি না আমার মৃত্যুর লাগি
কতটুকু হয়েছে সুখ হবে বিঘ্নে।
আজ প্রেমের মাদুলি
গলাতে পরিয়া,
খুঁজে বেড়াই তোমার চরণও ধরিয়া।
তোমার ললাটে লাল টিপ,
দুর থেকে আমি দেখি, বুঝি জ্বলে সন্ধ্যা প্রদীপ।।
তুমি সুন্দর, তুমি এলোকেশী রুপসী,
তুমি কিশোরী মেয়ের উপমা,
তোমার চরণে বাজে নুপুর ঝণ ঝণ,
মুখে যেন চাঁদের আলোয় ভরা পূর্নিমা।
তুমি গান গেয়েও হে তরুণী,
তোমায় দেখে মনে হয় জল বারুণী,
কিছু গল্প বলো আমি কান পেতে শুনি,
তুমি প্রেম পরশের ভালবাসা মোর হৃদয়ের,
তুমি নিশি বনের পাখি জোড়া মন বিজয়ের।
ভালোবাসি কত তোমারে
এ মেয়ে তুমি জানো না,
আর কত কি ভালোবাসো মোরে
আমি ওগো তা জানি না।।