মোর মন বাগানের ফুল গুলো,
ওই নীল আকাশের মেঘ গুলো,
সব উড়ে যায় যেন ধুল তুলো।
আমি প্রেম করিবো মেয়ে তোমার সনে,
চুল গুলো সব পায় পরেছে রাজ কণে।
আজ হাত জোড়া তোর
চোখ জোড়া মোর,একই বিলের ডান পাশে,
ওই মোর প্রেম পরশের মেয়ে হাসে।
ওই ফুল গুলো আজ
মাথায় দিয়ে চুল গুলো সাজ,
দেখবো প্রাণ ভরে
হাত ধরে তোর চোখ ধরে,
কাজল নয়ন মেঘ পরে।
বাসবো ভালো মেয়ে তোরে,
বলো ভালোবাসো ওগো তুমি মোরে।
ওই ফুল গুলো ওই ফুল গুলো,
ভাসে মেঘ রুপসী চুল গুলো।।
ওই কালো তাল পুকুরের সুন্দরী,
সাত সাগরে আমি বাই প্রেম তরী
এলো রাজবেশে মোর প্রেমেরই হুর পরি।।
ওই যৌবনে মোরে মৌ-বনে
প্রেম পুরুষের লাল মনে,
জ্বললো আলো আজ রাতে
ওই বুলবুলি তোর সুর সাথে,
ওই নীল শাড়িতে
লাল চুরিতে
আজ এলো প্রেম ললনা।
লজ্জাবতী নেইকো ক্ষতি
ভালোবাসি বলো না।
আমি প্রেমের কবি ছন্দ রবি
আঁকছি আকাশ-বাতাস সবই,
প্রেমের ছবি
তোমার মুধমাখা ঘুমের ছবি।।
কলসি ভরা নদীর জলে
তাহার মাঝে প্রেম পিরিতি গল্প বলে।
যাও তুমি যাও গল্প বলে।।