দ্রিম দ্রিম বাজে নাদ
দ্রিম দ্রিম বাজে নাদ,

আজ এলো কোন উন্মাদ।।
সাজ নটরাজ ধূর্জটি
আয় আয়রে ধূর্জটি,
চল অসত্যের ভীম টুটি
সাজ ঝঞ্ঝার জয় ঝুঁটি!!
বাজাও ওম সোম পুরুষোত্তম
ভরপুর মদ খাই
সাঁই সাঁই চির দুর্দম!!
বাজা দ্রিম দ্রিম জয় নাদ
ছোটে রুদ্রের রাজ-পিনাক,
ধ্বংসের কাল-নিনাদ!!
নাচে ভয়ংকর নৃত্যময় মূর্তি,
আজ নাচ নাচ সাজরে কর ফূর্তি!!
মানব দানব দেবতা
আছে কার কত ক্ষমতা
না থাক তাহার মমতা।
ধূর্জটির সম্মুখে তুলে কে মাথা?
মহাবিশ্বের মহাকাশ জানে সে ধাঁধা!!
এলোরে রুদ্র-ধূর্জটি,
হাসে চন্দ্র সূর্য -বাজে রণতূর্য, খুনসুটি।
ঈশ্বর রুপে আমি মহেশ্বর ছুটি!!
ধর বিশ্বের তুই ঈশ্বর
তোর নেই কোন ভয় ডর,
আরো ভয়ে কাঁপে সব থরথর
লোকে বলে মহাদেব হর হর!!
তুই যা চাবি তাই পাবি
স্বর্গের হুর সব খাবি,
এক-সঙ্গে মন-রঙ্গে কাম-ঢঙ্গে ঘুমাবি!!
ধর ধর
বিশ্বের তুই ঈশ্বর,
তোর যৌবনের নেই নশ্বর,
তোর মন প্রাণে সুখেতে ঝরঝর!!
ধর তুই পেলি বর, হলি ঈশ্বর।
তুই তাই কর যখন চায় মন যা,
হুর খাও আলবাত খাও মদ,
খাও ভাং-গাঞ্জা!!
তবে আমি প্রেম দেবো মুক্তি
সুন্দরের সঙ্গে হবে মোর চুক্তি।।
পাবো মহা ধূ্র্জটির শক্তি,
দ্বিপ জ্বেলে শিব ছেলে  ভক্তি।।
মোর প্রেম পাবে মুক্তি!!
ধর ধর ধর
বিশ্বের তুই ঈশ্বর,
তোর নেই কোন ভয় ডর,
    তোর মৃত্যু নেই   অমর,
তুই  চির সত্যের জয় সমর!!

কেউ ঈশ্বর বলে,কেউ বলে মোরে স্রষ্টা,
কেউ বলে শয়তান, কেউ বলে পথ ভ্রষ্টা!!
আমি শয়তান আমি ভগবান,
আমি সত্য ধর্ম  মুসলমান!!
কেউ বলে মোরে নাস্তিক,
বলে তুই সরগে-নরকে যেথায় যাও
আরে পাপী তোর নেই কোন আস্তিক!!
আমি বলি আমাকে
সত্যের সাথে হই শুভ,
মিথ্যে বলে অশুভ,
আমি  জানি আমি মহাধ্রুব!!