ওগো তুমি মোর মহামায়া মোহিনী বিশ্ববিধাত্রী
ওগো তুমি মোর প্রেম-কাম নিশীথ রাত্রি।
আমি তোর পথ হারা এক পথও যাত্রী।
তোমার নাম নিয়ে সেই মেঘজমা পাত্রী!!
আমি তোমাকে ভালোবেসে হয়েছিতো অঙ্গার।
জ্বলে পুড়ে দাও করে শশ্মান ছাড়খাড়।
তব প্রতিটি দীর্ঘ অতি নিঃশ্বাসে,
দেখ্ মহাকাশে এলোমেলো চুলে ছেড়ে
কোন এক বালিকা তো হাসে।।
দেখো অনিল হাওয়ায় দোলে বনওমন মোর।
আজ এই নিশি বনে গোলাপের বাগানে উঠলো রে ঝড়।।
জানি না
দাও তুমি কেন দাও মোরে বেদনা।
মোর কোন অপরাধে,
অপরাধ করে থাকি যদি ক্ষমা চাই ওগো কেঁদে কেঁদে।।
কেঁদে কেঁদে চরণ দ্বয় আমি এমনিতে নাহি ছাড়ি।
জীবনের ভালোবাসা শেষ আশা নিয়েছো তো কাঁড়ি!!
আমি যদি হই রাজকুমার বিধাতা
তুমি মোর মহারানী বিশ্ববিধাত্রী।
সিংহের উপর ওই এলোকেশী
আনতো নয়নে এলো রুপসী
আর আমি এক পথও হারা রথযাত্রী!!
তুমি মোর প্রেম-প্রিয় বিশ্ববিধাত্রী।
পরে আছে মাটিতে মোর মৃত দেহ ও অতৃপ্ত এক অভিশপ্ত ছায়া।
চেয়ে চেয়ে দেখো না তুমি কেঁদো না
ও মোর রুপসী মহামায়া।
মৃত্যুর নাকি ভয়ানক যন্ত্রণা,
বিরহের চেয়েও কি বেশি ছিল তা আমি জানি না।।
তবে মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ পেয়ে পেয়ে,
আমি মরে গেছি মৃত্যুর আগে সে ভয়ে।
ওই আকাশে একই আলো,
ফোটে ফুল মোর বুকে, তুমি ভালো।
চোখে ঝরে মৃত লাশ থেকে জল।
ভালো থেকো তুমি, আমার কালো চোখে বেদনা ছলছল।।