মোর মনো প্রেমো চির সঙ্গীরো আকাশ।
দুলে চলে তালে তালে সে মেঠো বাতাস।
তারও চঞ্চল ও চুলে,
বাধিয়েছে কোন এক মেঘ ফুলে।
সে কি প্রেম তব ভুলিয়াছে ভুলে।
তারও চঞ্চল ও চুলে।
সে তো খোঁপা বাঁধা,
আকাশ ও কালো ছিল না,
ছিল সাদা সাদা।
তবে কেন এত অনুরাগ
ওই প্রেম সঙ্গীরো মনে।
ভুলে যাবে সব কথা, ভুলিও না সেই ক্ষণে।
আমি তাহারে,
কেমনে ধরিব আহারে,
সে কথা মনে হলে,
চলে যাবো এ শহর ছেড়ে দুর পাহাড়ে।
মোর প্রেম সঙ্গীরো সঙ্গে।
কেন দোলে মন
ভোলে অকারণ,এই দেহ তরঙ্গে।
আমি তাই বুঁজে খুজি তারে সেই পাহাড়ে।
সে তো ওই মেঘ আকাশে লুকিয়ে আহারে।
ধরা দেবে না,ধরা দেবে না,
জানিনে কোন কারণে পেল বেদনা,
আমারে তো কেউ বলে না,
কেউ ভালোবেসে বলে না,
ওহে তুমি আর কেঁদো না।
আমি শুধু শুধু তাহারো লাগি,
কত নিশি রাতে দেখি না শশী,
তবুও না ঘুমিয়ে জাগি।
মোরে এ প্রাণে তাই আর প্রেম জাগে না,
জেগেছিলে যা,নিভে গেল তা,
আর প্রদীপ লাগে না।
ওগো মোর মনে আর প্রেম জাগে না।
তুমি সুখে থাকো সুখে রাখো
তার বুকে মাথা রেখে, মোর এই কামনা।
আমি তোমার কলসে ভরে রই,
যেমন ভরে জলে যমুনা।
তাই হতে চাও যদি
কেন ডুবিয়ে দিলে না এই এই নদী।
আমি ভালোবেসে যাবো তবু তোমারে,
তুমি ভালো বাসো আর নাহি বাসো আমারে।
এই প্রেমও শেষ হয়ে যাবে একদিনে,
তবু রয়ে যাবে ভালোবাসা মোর,
থেকে যাবে শুধু না পাওয়া ঋণে।