আজি জ্বালিয়ে দিলে ভুবন মাঝে
আবার তোমার আলোর প্রদীপ গো।
তোমার সেই আলোতেই আলোয়
ধরণী হলো পুলকিত।
আমার এমন চায় আলোর মাঝে ডুব দিয়ে রই,
এখন ভুবন মাঝে আলো কোথায় আলোর দিসা কই??
বলো তোমরা আজিকে - বলো তোমরা আজিকে।
আজি ভুবন মাঝে আলোর আঁখি খুঁজিয়া যে যাই।
ভুবন মাঝে সবার যেন আঁধিয়ার আঁখি দেখতে পাই।
চলে আয় আয়রে চলে আয়
আলোরই পথে চলে আয়।
চলো সবে মোরা আজি আলোর পথ ধরি,
সবে মোরা মিথ্যে থেকে সত্যের দিকে এগিয়ে চলি।
চলো চলো ভুবনের সব মানব গো,
আজি ভুবন মাঝে আমারা আবার শান্তি আনিবো।
বিশ্ব-নিখিল থেকে সবরে সব অশুভ বিনাশ করিবো।
চলে আয় আয়রে চলে আয়
আলোরই পথে চলে আয়।
যাদেরই আঁখির মাঝে এই নব-র যুগে
আঁধিয়ার ঢুকেছেরে,
সবে মিলে আয় মোরা তাঁর আঁখিতে
আলো জ্বালাইরে।
চলো চলো,চলো রে ভুবনের সব মানব গো,
আজি ভুবন মাঝে আমার আবার
নূতন নবীন শান্তি আনিবো।
আজ আলোর মত সবদে সবাই আলো ছিটিয়ে,
আলো মোদের কাছ থেকে অনেক দূরে পরেছে লুটিয়ে।
সবে মিলে মোরা প্রভুর কাছে মিনতি করি ভাই,
তুমি মোদের দাও গো প্রভু,দাও গো এবার আলো মোদের চাই।।
চলে আয় আয়রে চলে আয়
আলো তুই ভুবন মাঝে আবার চলে আয়,
ভুবন হতে সব আঁধার আজ দূর করে দে,
সবাই আজ আলো দেখুক নতুন প্রভাতে,
আঁধার নেই ভুবন মাঝারে।
নব নব তব প্রেমের গীত বাজারে।
আঁধার নেই ভুবন মাঝারে।।
প্রাণ খুলে নে হেসে নে, জয়ের এই দিনে।
তোর মন আলোয় আলো
তোর দেখ সব আলোময়রে।।
আজি জ্বালিয়ে দিলে ভুবন মাঝে
আবার আলোর প্রদীপ গো,
তোমার সেই আলোতেই আলোয় ধরণী হলো পুলকিত।।
জ্বালিয়ে দে আজি তোর আলোর প্রদীপ গো,
আমি আজ হিয়ার মাঝে যতন করে আলো রাখিবো,
ওরেও জ্বালিয়ে দে আজি
ভুবন মাঝে  আলোর প্রদীপ গো।
আমি আজ আলো দেখিবো
আমি আজ আলো দেখিবো।।