আজি এই রাতে যত দুখ
সব তুমি দাও এ আমারে।
যত সুখও আছে সব
তুমি নিয়ে যাও তব দ্বারে।
শুধু দুখ গুলো দিও তুমি আমারে।
ওই মনও দুখ গুলিকে
তব পদও ধুলিকে,
সব তুমি মাখিয়ে দাও মোর গায়ে।
নুপুরেরো সুর গুলো রেখে দাও তব পায়ে।
আজি মোর পরানের ছন্দেরো যত গান
সব দিয়ে দিলাম তোমার আঁখির রং তুলিতে।
দিবো না তো তোমাকে,
এই চির চেনা যৌবনও প্রেম পুরুষ আমাকে
কখনো এই বিশ্ব ভুবন থেকে ভুলিতে।
রেখো যাবো আমারে শত কবিতার বুলিতে।
যত দোষ শত রোষ
সব দাও তুমি আমাকে।
তবুও স্বরণে স্বপনে দেখো কে ডাকে ওগো তোমাকে।
আজি এই নিশি ভরা রজনী
ওরে মোর মোহ প্রেম শশী রমনী।
ভরে দাও হৃদয়ে ভয়ও ভয়ও রোমাঞ্চে।
চারিদিকে হাহাকার মনও মোর কারাগার
আধারিত বিতাড়িত মিশরীয় মঞ্চে!!
তোমারে ভালোবাসি
সুরে সুরে বাজে বাঁশি
মুখে মোর প্রেম হাসি
তাতেই কি এত দোষ।
তাহা যদি হয় তবে বলে দাও
ওহে নিষ্ঠুর মেয়ে মানুষ।।
আজি এই রাতে যত দুখ
পেতে দিলাম মোর এ বুক,
দাও তুমি সব এ মোরে।
সুখ ও যত আছে গান সব নিয়ে যাবে তব দ্বারে।
কখনো তো ভাবিনি
সে তো নয় ফুল কামিনী,
ভুলে যেও মোর প্রেম কাহিনি
তুমি ছল ছলনা মহামায়া মোহিনী!!
নিশি ছায়া মায়াবতী
সে তো নয় কাজল কালো চোখের সতী।
হতো যদি তবে কেন তারে হারাবো।
জন্মে জন্মে তারে কেন নাহি পাবো।
ভুল আজও সব ভেঙে গেছে
দুঃখ সব সব মুছে গেছে,
পরে আছে আমার কাছে।
অতীতের স্মৃতি গুলি
তব তোর পদও ধুলি
মোর জীবনের পাছে পাছে।।
তাই তো বলি মেয়ে,
মা-রুপে তুমি হলে জগতের সুন্দরও আলো।
আর প্রেমিকা রুপে তুমি মেয়ে অভিশাপ অভিশপ্ত সর্বনাশা আঁধার তম কালো।
মা-রুপে তুমি মেয়ে ভুবনের চির আলো!!