ওই মহাকাশে আজ বাজে বাজে
ওই মহাকাশে আজ বাজে বাজে,
কাঁপে মহাকাল পাপে মাঝে মাঝে!!
কাঁপে মহাকাল পাপে মাঝে মাঝে!!
গুরু ছন্দের তালে তালে
দ্বিজ-রাজ ছোটে পালে পালে
নব একি দেখি হালে হালে
জ্বলে লাল-শিখা মোর কালো ভালে,
ব্যোম ফেটে ওঠে গিড়ি বম বম কালে কালে,
গুরু ছন্দের বাহ্ বাহ্ তালে তালে!!
ছোটে নাগ অভিশাপ ওই ঝাঁকে ঝাঁকে
বহ্নি নাগ মহাকাশে হাসে লাখে লাখে!!
ওই মহাকাশে আজ বাজে বাজে
কাপে মহাকাল পাপে মাঝে মাঝে!!
ছন্দের তালে তালে সব নাচে নাচে!!
কাপে গ্রহ তারা নীহারিকা শনি থরোথরো,
ছন্দের তালে তালে ওই পালে পালে
ছোটে ঝরওঝরও!!
এলো এ কোন পাপী ওরে অভিশাপী
কেনো এলো আজ সে চুপিচুপি,
শিরে জ্বলে মম ইসলাম টুপি!!
ফণি ধ্বনি ওঠে বহ্নির খনি,
নাদে অগ্নির নিনাদে।
সাঁই সাঁই ঝোঁকে লোকে ওরে ফাঁকে ফাঁকে
হাঁকে চকিতে চমকে ধমকে ধমকে বিধাতা তোদের লাখে লাখে, মৃত্যুর স্বাদে!!
ওই লালাভা গগনে কি বাজে বাজে
ঘণ ঘণ নিশি ধারা বিহনে মাঝে মাঝে,
সব গুরু শ্যাম দলে ছোটে ধ্বংসের কাজে কাজে!!
দেখ্ অগ্নির নিনাদ সাথে মৃত্যুর মাদল বাজে বাজে
গিড়িসংকটে রণ পটে পটে
সাথে শমশের ওরে খাড়া শির সৈনিক হটে হটে,
ব্যোম ভবে বোম মহাকাশে ফোটে ফোটে,
সুরতরু দ্রিম ধ্বনি রিমিঝিমি মরু ছোটে ছোটে।
ওই গগনে অগ্নির ব্যোম কেঁপে ফেটে ওঠে!!
জোটে রণ পাল শিশ্ দলে দলে,
ঘুরপাক খায় ধায় পায় পায় কোলাহলে,
শত সৃষ্টির চাতুরী যাবে সব জলে ছলে,
নাচে দিবারাতি সতী হলে হলে!!
ওই মহাকাশে আজ বাজে বাজে
কাপে মহাকাল পাপে মাঝে মাঝে!!
ছোটে বিষঁ বীণা কৃপাণ ভীম তরবারি
এসে পরে সহসা সাহসে হর-হরি!!
শ্যাম গুরু বলে নাকি নক্র,
আঙুলের মাঝে চিরকাল ঘুরিবে চক্র,
অর্ক আজ নিভে গিয়ে জ্বলে উঠে শশী বক্র!!
নাচে সহসা ছমছম করে তালে তালে
আজ প্রলয়ের দেবতা নাচে তোর পোড়া ভালে,
জ্বলে বহ্নি ওই কালে কালে,
সব জ্বলে জ্বলে হলো পুলকিত লালে লালে,
ওঠে ছোটে ফোটে চোটে ধূমকেতু,
মহাকাশের পাশে ভাসমান স্বর্গের সেতু,
মার মার মুখে কার কার
দে দে থুথু!!
কাঁদে বৈরাগে লজ্জিত রাজকুমারী,
রাজ সরণীতে ঘরণী হরণী চিৎকার করে আমারি,
জ্বলে ওঠে গিড়ি বম বম অগ্নির তেজ ভালে তোমারি!!
নাচে রক্তাম্বর লাল শাড়ি পরে পরে,
নাচে কুমারী তরুণী আজ মরে মরে,
নাচে প্রলয়ের নাচ রাজ মহীতে,
জ্বলে পুড়ে সব অভিশাপ পারিবে নাহি কেহ সহিতে,
জগতের সত্য বহিতে বহিতে,
কেহ পারবে না সহিতে সহিতে!!
আজি দেশে দশে বৈরাগে বিরাগে
সব মানব গো ভাগে ভাগে,
দেখ্ কোন দল সুযোগে ছোটে আগে আগে,
ঘুম হতে বিলাতের রাজা জাগে জাগে,
শুধু ক্ষমতা চায়,
চা এ ফুঁ দিয়ে খায়,
মরে যে রাজ পথে লাখো বীর তাতে কি আসে যায়,
ওরে লজ্জায় মরি দে হায় হায়,
তার পাছে ছোটে স্বার্থেের দল
কিবা ভরা-তরী পায়।।
আমি সহসাই পাল্টে দেবো
তোদের ওই ভুয়ো ঈশ্বরকে,
যে ঈশ্বর মোরে কাঁদিয়েছে সারাটি জীবন ভর
ছিনিয়ে নিয়েছে মোর প্রেম ভালোবাসা
শিশুর মতো আবেগকে!!
আমিই পাল্টে দেবো তোদের ওই ভুয়ো ঈশ্বরকে!!
দেখো তো তাই ওই মহাকাশে আজ বাজে বাজে
কাঁপে মহাকাল পাপে মাঝে মাঝে!!