আমি ধরতে চেয়েছিলাম
ওই আকাশেরও চাঁদ,
চাঁদ তো পাইনি শুধু পেয়েছি আঘাত।।
আমি ভালোবেসেছিলাম তাঁর ওই হাত,
দুচোখে দেখিছি নিশি ভরা রাত।।
তাঁর কাজল নয়ন দুটি যেন ডুবি ডুবি রবি,
কেন এত প্রেম বাজে হিয়া মাঝে কবি।
এই হিয়া শুধু চায় ওগো তোমাকে,
তুমি ছারা ভালো কেহ নাহি বাসে আমাকে।
আমি তোমারি মাঝে রবো চির কাল,
প্রেমে পরে হলো মন বেসামাল।
আমি হিয়া মণি বলে খুঁজি রানি শুধু,
তুমি যদি হও মোর সরলা সতী বধূ।
তবুও তোকে পাওয়া হলো না,
এক কথা ভুলে যাও আর তুমি বলো না।
শুধু ভালোবাসো মোরে বলো ওগো তুমি,
বাসিবো ভালো হৃদয়ে জ্বালবো আলো আমি।।