একদিন কেঁদো তুমি,
একদিন কেঁদো।
ছিড়ে যাওয়া চুলগুলো
বাতাসে ভাসিয়ে
শখ করে কেঁদো তুমি
একদিন কেঁদো।

চোখ তুলে চেয়ে দেখো
একদিন ভোরে
কুয়াশার চাঁদরে
পেতে পারো মোরে
আজকের কথাগুলো সেইদিন ভেবে
ভুল করে কেঁদো,
তবু একদিন কেঁদো।

একদিন কান পেতো
পাখিদের গানে
উড়ন্ত আমিটা
আকাশের পানে।
আজকের কথা ভেবে আফসোস করে
মনে মনে কেঁদো
তবু একদিন কেঁদো।

একদিন ছুয়ে দিও
গোলাপের পাতা
কাঁটা হয়ে হয়তোবা
আমি দিবো ব্যথা
ব্যথা পেয়ে গলা ছেড়ে চিৎকার করে
জোরে জোরে কেঁদো
তবু একদিন কেঁদো।

একদিন সুখদুখ
হতে পারে হ্রাস
তুমি আমি যে কেউ
হতে পারি লাশ
বেঁচে যদি যাও তবে উৎসব করে
আনন্দে কেঁদো
তবু তুমি কেঁদো

আমার জীবন-মরন
ভাবো কি না ভাবো,
নিজের কষ্টে হলেও
একদিন কেঁদো
নিজের জন্য শুধু
একদিন কেঁদো।