আপনি যদি কার্জন হলের সামনে আসেন
তাহলে হয়তো উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায়
জিন্নাহ্র মুখের উপর "নো, নো" বলে
চিৎকার করে উঠা ছাত্রদের কণ্ঠস্বর
শুনতে পাবেন না।
কিন্তু আপনি কার্জন হলের ঠিক বাইরেই
রঙ-বেরঙের ফুলের সমাহার দেখতে পাবেন।
বসন্ত এসে গেছে তো, তারই বহিঃপ্রকাশ।
আপনি সেগুলোর সুঘ্রাণ নিতে পারেন,
ছবি তুলতে পারেন, যা খুশি করতে পারেন।
তবে খেয়াল রাখবেন,
লাল রঙের যে ফুলগুলো আছে,
সেগুলোর যেন কোন ক্ষতি না হয়।
এই লাল যে আমার ভাইয়ের বুকের রক্ত।
যে রক্ত ঝড়েছিল বায়ান্নর বসন্তে।