চারিদিকে বইছে ভোটের হাওয়া
নির্বাচনটা বুঝি আসন্ন,
নেতা এবার পাবেন গদি
মনটা বড়ো প্রসন্ন!
সকাল-সন্ধ্যা জনতার দ্বারে ঘুরে
নেতার নেই ক্লান্তি দেহ-মনে,
করব ওমুক উন্নয়ন, তমুক উন্নয়ন
মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন জনেজনে।
যে যত চাপা মারতে পারে
মেরে যাচ্ছেন হররোজ,
জেতার পরে চিনবেন না জনতাকে
নেতা কর্মীর চলবে ভুরিভোজ।
জনগণের হাতে পায়ে ধরে
নেতা যদি নির্বাচনে করে পাশ,
জনগনের কপালে শনির দশা
যাবে পিছনে আস্ত বাঁশ।
মিথ্যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে
নেতা ঠুকবেন জনে জনে সালাম,
গদি যদি পেয়ে যান নেতা
ভাববেন- "মনু আমি কী হলাম।"
তাই, সময় থাকতে যোগ্য নেতা
করে নিন বাছাই,
নিজের পায়ে নিজেই মারলে কুঁড়াল
দোষ দেবেন কাকে, ভাই?