আজও তোমার ফেরার প্রতিক্ষায় আছি;
তুমি আসবে বলে
হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠই আমি সাজিয়ে রেখেছি
তোমার মনের মতো করে।
তোমায় পাওয়ার অদম্য নেশা তাড়া করে ফেরে সারাক্ষণ,
মস্তিষ্কে চলে নিউরোট্রান্সমিটার, হরমোন, প্রোটিনের খেলা
তোমার জন্য নিউরনে চলে অনুরণন
চলে প্রতিনিয়ত ডোপামিন নিঃসরণ।
তোমায় পাওয়ার আকাঙ্খা আমায় দেয় না ঘুমোতে
ভাবি- কোনো এক ভোরে তুমি আসবেই।
তুমি আর আমি হাত ধরে হাটব সবুজ ঘাসের ওপর
দূর্বাঘাসের ওপর জমে থাকা মুক্তোদানার মতো
জ্বলজ্বলে শিশির বিন্দু আমরা দুপায়ে মাড়াবো।
পার্কের বেঞ্চে বসে চীনা বাদাম খেতে খেতে
হারিয়ে যাব কল্পনার রাজ্যে।
দিনের প্রথম আলোর টিপ পরিয়ে দেবো তোমার কপালে।
নজর না-লাগে যেনো!
তোমার ঘন-কালো চুলের গন্ধ নেবো
এলোমেলো অবাধ্য চুলে বিলি দেওয়ার ছলে।
তুমি আসবে বলে
দুচোখ চেয়ে থাকে ক্লান্তিহীন প্রতিক্ষায়।
ঘুমের মাঝে তুমি ঠিকই আসো কাছে
কিন্তু ঘুম ভাঙার সাথে সাথেই হারিয়ে যাও অজানায়।
তোমায় পাবার জন্য আর জাগবো না আমি,
ঘুমিয়ে যাব চিরতরে।
স্বপ্নের রাজ্যেই করব অন্তহীন বিচরণ
সারাদিন সারাক্ষণ।