শৈশব থেকে একটা কথা মনের ভিতর ঘোরে,
সুখ কিনতে যাব আমি সুখের বাজারে।
সুখের হাটে পাটে পাটে সুখের বেচাকেনা,
হাট থেকে ফিরে এলাম নেইকো কড়ি আনা।
ব্যর্থ আমি কিনতে সুখ ফিরে এলাম বাড়ি,
সুখ নেই, সুখ পেলাম না ওই চিন্তায় মরি!
রাত-দিন খেটেখুটে বছর দশেক পর,
সুখ কেনার লাগি টাকা-কড়ি করলাম জোগাড়।
হাতে পেয়ে সুখ কেনার কড়ি মন বেজায় খুশি,
সুখ কিনতে যাব জানল সবাই, জানল দূরের পিসি।
যেতে হবে দূরের হাটে শত আয়োজন,
আমি তো গেলাম-ই, সাথে নিলাম কয়েকজন।
সবাই মিলে মহাআনন্দে গেলাম দূরের হাটে,
দেখলাম সেথা সুখ সাজানো রয়েছে পাটে পাটে।
বিক্রেতাকে বললাম ডেকে- শুনছ ওগো ভাই,
আমার যে ওই সুখটা কিনতে মনে চাই।
কত টাকা এনেছ তুমি, কোথায় তোমার ধাম?
আগের চেয়ে অনেক বেড়ে গেছে সুখের দাম!
দাম শুনে অবাক হলাম পড়ল মাথায় বাজ,
বুঝলাম শেষে সুখ কেনা সম্ভব না আজ।
যতই যোগাড় করি সুখ কেনার কড়ি দাম যায় বেড়ে,
এভাবেই আজীবন সুখ থাকে আমায় ছেড়ে।
আজও আমি সুখ কিনতে চেষ্টা করি ভীষণ রকম,
বেলাশেষে গেল না আজও সুখ কেনার ভ্রম।
বোকার মতো অনেকেই হয়তো সুখের পিছে ছোটে
জীবনবায়ু শেষ হয়ে যায়, সুখ পায় না মোটে।