কেউ করে যাপন আয়েশী জীবন
কেউবা করে রাস্তায় ভিক্ষা,
জীবনের এই সংগততর অসংগতি
দেয় জীবনবোধের শিক্ষা।
কেউবা চড়ে উড়োজাহাজে
কেউবা লোকাল ট্রেনে,
চলছে জীবন জীবনের গতিতে
নেইকো জীবন থেমে।
নদীর এ পাড় ভেঙে যেমন
গড়ে অন্য পাড়,
না থাকলে ধনী-গরিব শ্রেণীভেদ
কে ধারতো কার ধার!
একই রঙের অনেক কুসুমকলি
দেখতে যেমন শোভা,
বাহারি রঙের কুসুম হলে
বাড়ে সৌন্দর্যের আভা।
সবি যদি ভালোই হতো
না থাকত কোনো মন্দ,
জীবন নদীর বহমান স্রোতে
থাকত নাকো ছন্দ।
নিকশ কালো রাত না থাকলে
দিনের কীসের দাম!
তাই তো ভালো-মন্দ মিলে
প্রভু গড়েছেন ধরাধাম।