জন্ম থেকেই কপাল পোড়া
ভাগ্যে জুটেছে প্যাঁচা বর,
ভালো মেয়ে বলেই আমি
করছি তোমার ঘর।
আজীবন ফুলের সুবাস নিলে
পান করলে ফুলের মৌ,
মরলে আমি তোমার কপালে
জুটবে না আর বউ।
আমিও তো তোকে নিয়ে
জ্বলে-পুড়ে মলাম,
প্যাঁচা বলেই তো পেঁচি তোকে
ভাত দিয়ে গেলাম।
থাম না এবার দোহাই লাগে
মেজাজ আমার গরম,
বেশি যদি বকিস রে তুই
মার খাবি আজ চরম।
আমায় তুমি কিল-চড় দেখাও
কত্ত বড়ো বুকের পাটা,
চললাম এক্ষণি বাপের বাড়ি
সংসারের মুখ্খে ঝাটা!
শোন্রে ওরে টুনির মা শোন্
ফিরে আয় না ঘরে,
যে বকে সেই আদর করে
বকে নাতো আর পরে!