বড্ড বেশি ঘৃণায় বেঁচে আছি,
তুমি-আমি দুজন কাছাকাছি;
তবু মনে হয়— আছি বহুদূরে
বেহালাটা বাজে ভিন্ন সুরে।
জীবন-বীণার তার গেছে ছিঁড়ে
হারিয়েছি নিঃসঙ্গতার ভিড়ে।
ফিরব নাকো ডাকো যদি শত,
অবহেলা সইব আর কত?
অবিশ্বাসের দুর্ভেদ্য দেয়াল,
বেলাশেষে করলাম খেয়াল।
এ দেয়াল ভাঙার সাধ্যি নেই,
আজ তাই হারিয়েছি খেই।
জীবনের জটিল সমীকরণ
বাঁচা-ই যেন দুর্বিষহ মরণ।
মরণ যেন বড়ো সুখে বাঁচা
জীবনের হিসেব কত কাঁচা!
জানি না কীসের ভুলে আমি
না কি তুমিই দোষী, অন্তর্যামী?
জীবনে বাঁচার সাধটাই ফিকে
একফোঁটা সুখ খুঁজছি চতুর্দিকে।
১৭.০৭.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।