অবহেলায় পড়ে থাকা খেরো খাতায়
যেমনি ধুলোময়লার আস্তর পড়ে যায়;
তেমনি আমার জীবনের খেরো খাতায়
পড়বে মহাকালের ধুলো।
বড়ো অযত্নে, বড়ো অবহেলায় রইবে পড়ে—
সভ্যতার এক পরিত্যক্ত ঘরে।
জমবে ধুলো অগোছালো পাতার কোণে কোণে
আমার কথা রাখবে না কেউ মনে।
হাজারো স্মৃতি নিক্ষিপ্ত হবে সভ্যতার আস্তাকুঁড়ে;
সভ্যতা, উত্তর চাই—
এটা কি তোমার অসভ্যতা নয়?
৩০.০৯.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।