নিষ্ঠুর পৃথিবী ভুলিয়ে দেয় সব স্মৃতি সবকিছু
অন্তরের আঘাত, আনন্দ-আবেগ, শত্রুর মুখ,
ভুলিয়ে দেয় প্রিয়ার উষ্ণ ভালোবাসার আলিঙ্গন
ভুলিয়ে দেয় প্রিয়ার মুখ, হাজারো না-পাওয়ার দুখ্।
মহাকালের ধূলি জমে জমে আমার স্মৃতির পাতাও
যাক, ঝাপসা হয়ে যাক।
স্মৃতিরা আমায় ভুলে থাক্, ভালো থাক্।
প্রিয়ার মুখখানি মনে করে আমি আর
বাড়াতে চাই না হৃদয়ের রক্তক্ষরণ।
একজনমে আর কত দুঃখের স্মৃতি, না-পাওয়ার কষ্ট
নষ্ট জীবনের আখ্যান লিখব দিবা-রাত্র।
স্মৃতির আয়নায় প্রিয়ার মুখ দেখে আর,
হৃদয়ের এলোমেলো আবেগের
হৃদয়ের অনুভূতির বিস্ফোরণ ঘটাতে চাই না বারংবার।
স্মৃতিরা দূর হ আমার চোখের সামনে থেকে
পরাজিত কুকুরের মতো করুণ সুরে করিস না ঘেউ ঘেউ।
ভুলে যেতে হয় সব, ভুলে যেতে চাই সবি
দুঃখ-কষ্ট ভুলে এগিয়ে চললেই তুমি মহাকালের কবি।