বুঝলে ববি, আমার বুকে কষ্ট কোথায়
বেড়ায় আমি ছটফটিয়ে কোন সে ব্যথায়?
হৃদয় দিয়ে যাদের আমি ভালোবেসে গেলাম
অবহেলা-আপমান আর ঘৃণাই শুধু পেলাম।
যারা আমায় হৃদয় দিয়ে চাইল ভালোবাসতে
তাদের মনও ভাঙলাম আমি হাসতে হাসতে।
প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণটা শুন্য
বুঝলাম না এ কীসের উপহার পাপ না কি পুণ্য।
নিঃসঙ্গতাকে ভয় পাই বলেই কারো সঙ্গে থাকি
জীবন সিনেমা শেষ রিলে কয়েক মিনিট-ই বাকি।