দোয়া করি- রাফিন বাবা,
অনেক বড়ো মানুষ হবা।
তোমার জন্মদিন আবার,
ফিরে আসুক বার বার।
জন্মদিনে তোমায় কী দেবো উপহার?
বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে পিয়ার।
বাবু সোনা যেনো থাকে দুধে-ভাতে,
দোয়া করি নিত্যদিন সন্ধ্যা-প্রাতে।
গুণে-মানে-মননে, বুদ্ধি-বিবেচনা-বিচারে
ইমানে-সুনামে-সাফল্যে আচারে,
অনেক বড়ো মানুষ হবে- এ কামনা করি,
তোমার সাফল্যে যেনো আহা মরি!
নিয়ে সকলের ভালোবাসা,
পূরণ করো সবার সকল আশা।
জন্মদিনের এই বিশেষ ক্ষণে,
এই কামনা করি কায়মনে!