বছর ঘুরে এলো ফিরে
মাহে রমজান মাস,
এসো মুমিন এসো করি
লাখো পুণ্যের চাষ।
পাপের মেঘে ছেয়ে গেছে
যেন জীবন-চাঁদ,
পাপের ভারে নুয়ে গেছে
পাপীর বাঁ-পাশ কাঁধ।
সারাটি দিন সাঁতরে এসে
মহাপাপের নদ,
ইফতারেতে বসো তুমি
নিয়ে হরেক পদ।
পেট বানিয়ে খাদ্য গুদাম
লাভ কী বলো তাতে?
এভাবে কেউ খোদার সাথে
রসিকতায় মাতে।
অন্তর্যামী মহান খোদা
দেখেন বোঝেন সবি,
এমন রোজায় হয় না খুশি
খোদা ও তার নবি।
এসো ভাই নিজেকে বিলোয়
বিশ্ব-মানব তরে,
তবেই রমজান হবে সার্থক
অক্ষরে অক্ষরে।
১৪.০৪.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।