ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস!
নিজ দেশেই পরবাস।
দুচোখে মৃত্যু ভীতি
হাতড়ায় প্রিয়মুখের স্মৃতি।
করোনা কেনো তুমি এত নির্দয়?
শত স্বপ্নের থালায় ছিটাচ্ছো ছাঁই।
পৃথিবী আজ বড়ো অসহায়,
হে আল্লাহ্, তোমার করুণা চাই।
আদম সন্তানের ভুলে যদি দাও শাপ,
নিজগুনে খোদা করে নাও মাপ।
তুমি ছাড়া কে আছে অধম এ বান্দার?
খুলে দাও, প্রভু, তোমার রহমতের দুয়ার।