প্রেমের রসায়ন
— শফিকুল ইসলাম
অবাক বিস্ময়ে বারংবার চেয়ে দেখেছি—
তুমি কাগজ-কলম-ক্যালকুলেটর নিয়ে সদা ব্যস্ত থাকো।
ব্যস্ত থাকো আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে হিসেব কষতে।
বলো, তোমায় কীভাবে বুঝায়,
হিসেব-নিকেশ ব্যবসায় মানায়,
ভালোবাসায় নয়!
ভালোবাসা হিসাববিজ্ঞান নয়, হৃদয়ের বিজ্ঞান!
প্রেম সে-তো পদার্থবিদ্যা নয়,
মনের রসায়ন, অন্তরের বিক্রিয়া।
ব্যবসায়ী হলে তুমি কীভাবে বুঝবে!
কাগজ-কলম-ক্যালকুলেটর ছাড়ো,
হৃদয়ের কাছে আসো।
দুটি মনের উভমুখী জৈব-রাসায়নিক বিক্রিয়া হোক!
ভালোবাসাবাসি চলতে থাকুক নিউক্লিয়ার বিক্রিয়ার মতো।
১৩.০৮.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।