ওই দুচোখে শুধুই অবহেলা
মন নিয়ে কী খেলছ নিঠুর খেলা!
ভালোবাসার দামে কিনি ঘৃণা
প্রেম-পিরিতি থাকল যে অচেনা।
তোমায় পাব আশায় আশায় থাকি
ছোট্ট জীবন একটুখানিক বাকি।
সাঁঝেরবাতি জ্বেলে তুমি সাঁঝে
ঘোমটাঢাকা মুখটা নিয়ে লাজে
দাঁড়াবে যেই সমুখে আমারি
বলব আমি সুখে— আহা মরি!
জানি এসব শুধুই মনের চাওয়া
এক জীবনে যায় না তোমায় পাওয়া;
তোমায় পেতে জন্ম নেব বারবার
তুমি আমার প্রেমের অহংকার।
প্রেমের মায়ায় বুনে মায়াজাল
আটকা পড়ে থাকলাম চিরকাল।
নিজের জালে মাকড়সারি মতো
আটকে আছি আমি অবিরত।
জীবন যাবে পাব নাকো ছাড়া
বড়ো অবেলায় হলাম প্রেমের মড়া।
২১.০৫.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।