তোমার বিরহে আমি কতটা জ্বলি
কীভাবে তোমায় বলো বুঝিয়ে বলি?
কারোর প্রেমে কেউ না বিরহী হলে
কেমনে বুঝিবে সে কারে বিরহ বলে!
প্রিয়াবিহীন কাটে যদি নিত্য নিশিদিন
হৃদয় গহীনে জাগে ব্যথা চিন্চিন্।
কীযে যাতনা প্রেমে বুঝিবে কি সে
কভু জ্বলেনি যে প্রেম-বিরহ বিষে!
জীবনের চলাটা হলে সমান্তরাল রেখা
কীভাবে পাবে বলো সুখের দেখা?
কেউ তো কারোর প্রতি হতে হবেই নত
মুঁছে দিতে জীবনের কালিমা যত।
ভুল থেকে ফুটাতে শত বাহারি ফুল
হার না-হয় মেনে নিতে হবে একচুল।
একটু তো ছাড় দিতেই হয় সুখের কারণে
তবেই তো সুখ পড়বে চুইয়ে দুটি চরণে।
তুমি-আমি মিলেমিশে হলে একাকার
বিরহ সে তো প্রেম-আগুনে হবে ছারখার।
খেলি যদি তুমি-আমি প্রেম প্রেম হলি
বিরহ সে চিরতরে যাবে ছেড়ে চলি।