রাগ-অভিমান দিয়েছি ছেড়ে
আমি কি শুদ্ধ তবে?
মনে কি পড়ছে তোমার
মানভঞ্জন করেছ কবে?
ভালোবাসা না-থাকলে কি
রাগ-অভিমান সাজে কারো?
রাগ-অভিমান করি না তাই
ভালো মানুষ বলতেই পার!
লবণছড়া তরকারি যদি
তুমি বড্ড ভালোবাস,
হরেকপদের রান্না রেডি
জলদি করে খেতে এসো।
সম্পর্কের লবণ চেনো?
মান-অভিমান ভালোবাসা,
ছেড়ে-ছুড়ে চলে গিয়ে
নির্লজ্জের ফিরে আসা।
লবণ আমি ভালোবাসি
কিন্তু তোমার কৌটা খালি,
আমি চাই পূর্ণিমার চাঁদ
তুমি চাও চাঁদ একফালি।
আমি চলি স্রোতের টানে
তুমি চলো উলটো দিকে,
তবে কি আজ ভালোবাসা
দিনে দিনে হচ্ছে ফিকে!
১৩.০৩.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।