কী পেলাম, কী পেলাম না
হিসেব কষি রোজ,
কী দিলাম, কী দিলাম না
রাখি না তার খোঁজ।
আপনাকে নিয়েই ব্যস্ত রইলাম
দুদিনের এই রংমহলে,
দেখলাম না দুচক্ষু মেলিয়া
কত পেটে ক্ষুধার মানিক জ্বলে।
চাওয়া-পাওয়ার নাইরে শেষ
অভাব অসীম জানি,
চাই, চাই, আরও চাই
টানছি মোহের ঘানি।
যত পাচ্ছি চেয়েই যাচ্ছি
মহান খোদার নেয়ামত,
নেয়ামতের সাগরে ডুব দিয়েও
করছি না প্রভুর ইবাদত!