ঝরনা যেমন পাহাড় বেয়ে ঝরে পড়ে নদীর বুকে—
আমার জীবনেও সুখসুধা চুয়ে চুয়ে পড়ত।
জানি না, কখন যে কোন কালো বিড়াল
জীবনের পথ কেটে দিয়েছে!
অমাবস্যার চাঁদের মতো সুখের দেখা আর মেলে না।
একাকিত্বর যন্ত্রণায় ছটফট করতে করতে
দুঃখকেই জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছি আমি।
এখন মহোল্লাসে দুঃখকেই উদ্যাপন করি।
সুখ যখন দিতে পারলে না তুমি—
দোহাই তোমার! দুঃখটুকুও কেড়ে নিয়ো না।
মধ্যগগনের দীপ্ত সূর্যের ন্যায় হাসির জোয়ার
ছিল আমার এ জীবনে।
সেই হাসি সহাস্যে তুমিই ছিনিয়ে নিয়েছ।
কান্না নিয়ে বেঁচে আছি।
দোহাই লাগে! কান্নার অধিকারটুকু কেড়ে নিয়ো না।
তোমায় নিয়ে ভালোবাসার তাজমহল গড়ে
প্রেমের অমর কীর্তি গড়তে চেয়েছিলাম।
তুমি ভালোবাসার বিনিময়ে দিলে শুধুই প্রবঞ্চনা।
তবুও তোমায় ভালোবেসে যাব আজীবন।
দোহায় তোমার! ভালোবাসার অধিকারটুকু কেড়ে নিয়ো না।
একান্ত ব্যক্তিগত অধিকারটুকু হনন করে নিয়ো না।
এক জীবনে আর কতটা অধিকার হারাব
দোহায় তোমার! মৃত্যুর অধিকারটুকু অন্তত আমায় দিয়ো।
১০.০৩.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।