অবশেষে তুমি এলে!
তুমি এলে পূর্ণিমার চাঁদ হয়ে
তুমি এলে শ্রাবণের বৃষ্টিধারা হয়ে
তুমি এলে গ্রীষ্মের হাতপাখা হয়ে,
মাঘের শীতের কম্বল হয়ে
দীন লোকের সম্বল হয়ে।
অবশেষে তোমাকে পেলাম;
তোমাকে পেলাম বড্ড অবেলায়!
তোমার বিরহে আমি শুকিয়ে গেছি,
জল সেচনে আবার যদি বাঁচি!
আবার যদি ফোটে রঙিন ফুল
বাহারি রঙে-গন্ধে হব ব্যাকুল।
বহু বসন্ত কেটেছে বিরহের সুরে,
জানি না কয়টা বসন্ত আর পাব
যেয়ো না আর আমায় ছেড়ে দূরে।
রহম করো, হে মালিক দয়াময়!
তুমি ছাড়া কে আছে মায়ার দুনিয়ায়।
১৬.০২.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।