দুটি মনের দূরত্বের মাঝে হয়তো আজ
ঠাঁই করে নিয়েছে নির্লজ্জ ঘৃণা।
ভালোবাসা তাই বড্ড অভিমান করে
জায়গা ছেড়ে দিয়েছে চিরতরে।
ঘৃণাকে আজ যতই তিরস্কার করে—
আছড়ে ফেলতে চাই দূরে,
সে যে কাঁঠালের আঠার মতো জাপটে ধরে
চায় না একটুও যেতে দূরে সরে।
হে অভিমানী ভালোবাসা!
তবে কি আজ তুমি ঘৃণার কাছে—
অবিশ্বাসের কাছে—
এত সহজেই হার মেনে নেবে?
ভালোবাসা না কি অনেক শক্তিশালী!
এই তার প্রমাণ দিলে!
ভালোবাসা, তুমি কাপুরুষের মতো দূরে সরে গেলে
চৌত্রের খরতাপে যতটা প্রকৃতি পোড়ে
তারও বেশি তুমি পুড়বে অনুতাপের আগুনে।
হে মানবী, আমিও হয়তো মানুষ নই
যন্ত্র আমি, খেলনা আমি,
অবাক বিস্ময়ে চেয়ে দেখি
তোমার কাছে খেলাই দামি!
কুষ্টিয়া, বাংলাদেশ।
১০.১১.২০২১ খ্রি.