গ্রাম্য মেঠোপথের দুধারে ঝোপঝাড়ে
বড্ড বেশি আবহেলায় ফোটা বেনামি বুনো ফুল আমি
এখন ঠাঁই পেয়েছি শহরের পরিপাটি শখের বাগানে।
শৌখিন ফুলপ্রেমী মালিক আমার
নিয়মিত শাখা ছাঁটে, মূলে দেয় জল-সার
পরম যত্নে শাখায় শাখায় ফোটায় বাহারি ফুল।
মধুর আশে কাছে আসে গল্প-উপন্যাস-পড়া ফুলের অলি
উড়ে উড়ে কানের কাছে গ্রাম-শহরের যায় গল্প বলি।
আমি বলি, ‘হে ফুলের অলি,
কানে কানে চুপি চুপি যাও গ্রাম-শহরের গল্প বলি?
সবই আমার চেনা-জানা, একই সূর্যের পেয়েছি আলো
জানি আমি ভালোই জানি, গ্রাম ভালো, না শহর ভালো!
শিকল যতই সোনার হোক
মুক্তির স্বাদ চায় সর্বলোক।’
১০.১১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।