ইমাম হাসানের মতো জহর পান করছি প্রতিবেলা
বিষক্রিয়া হৃৎপিণ্ড খামচে ধরছে যমদূতের মতো।
যমদূত যখন গলা টিপে শ্বাসরোধ করে মারছে—
যখন আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি—
ইয়াজিদের মতো তুমি উপভোগ করছ পৈশাচিক আনন্দ।
ঘৃণাও যে এত গভীর হতে পারে আগে বুঝিনি।
একটু ভালোবাসা পাবার সহজাত প্রত্যাশা—
আমায় ঘৃণার অতল সাগরে নিক্ষেপ করেছে
ভালোবাসাহীন এই আমি, টেরই পায়নি।
বেলাশেষে আজ বুঝলাম— বড়ো ভুলে বেঁচে আছি
প্রতিবেলায় নিয়ম করে জহর পান করছি
মৃত্যুযন্ত্রণা দেখে মৃত্যুও আজ শিহরিত!
প্রেমের সুধা পান করতে গিয়ে আজ আমি
থোকায় থোকায় মৃত্যু পান করছি।
জানি না, এর শেষ কোথায়! শেষটা দেখতে চাই;
মৃত্যুর ওপারে গিয়ে হলেও শেষটা দেখতে চাই।
মৃত্যুযন্ত্রণার সাথে যুদ্ধ করে আজ আমি বড্ড ক্লান্ত!
হে বিষাক্ত জীবন! আজ তোমায় দিলাম তবে ছুটি।
২৭.১০.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।