মানবতার ফেরিওয়ালা হয়ে বিলাও মানবতা,
কাজেই প্রমাণ দাও না-বলে অসার কথা।
মুখে দাও বড়ো বড়ো বুলি কাজের বেলায় নাই,
এ রকম অন্তঃসারশূন্য মানুষ বলো কে চায়?
হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে গাও মানবতার গান,
দুঃখীর দুঃখ লাঘব করো উজাড় করিয়া প্রাণ।
যার যেমন সামর্থ্য আছে উজাড় করে সব,
লাঘব করো অভাবীর যতসব অভাব।
অন্যের কষ্টে কষ্ট পাও অন্যের দুঃখে হও দুঃখী,
নিজের চিন্তাই করে শুধু হয়ো নাকো সুখী।
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো এ কেমন স্বভাব,
রোজ হাশরে খোদার কাছে কী দেবে জবাব?
এতিমের মাল লুট করে খাও কেমন তোমার নীতি
এ যে চরম জঘন্য কাজ জাগে না মনে ভীতি?
কথায় কথায় মিথ্যে কথা, করো কতশত ছলনা,
দিনশেষে বুঝবে মানুষ, তুমি মানুষ ভালো না।
মানুষ যদি ঘৃণাই করে, কয় পিছনে কটু কথা,
এসব কথা জানলে তুমি পাবে হৃদয়ে ভীষণ ব্যথা।
বুনো শুয়োর করছ লালন হৃদয়ের এক কোণে
দুনিয়া ছেড়ে চলে গেলে রাখবে না কেউ মনে।
এমনকিছু করো তুমি দেশ ও জনগণের জন্য
মরণের পরে বলে যেনো সবাই- ধন্য তুমি ধন্য।
দুদিনের এ দুনিয়াতে থাকবি কয় দিন বল্,
বিদায় বেলায় আসে যেনো মৃত্যুর চোখে জল।