আমি চাই খুব কাছে আসতে
ধাক্কা দিয়ে দূরে ঠেলে কী বোঝায় সে?
যখন আমি চাই পালিয়ে বাঁচতে
ছাঁই দিয়ে জাপটে ধরে কী মজা পায় সে?
সাজিয়ে গুছিয়ে বলা কথাগুলো
বোঝে না সে বোঝে না,
হাতের ওপর হাতটাই রাখে
মনটাকে সে খোঁজে না।
যতই বলি হৃদয়ের কথা
তার কাছে গল্প-কথা মনে হয়,
দুজন দুজনের কত কাছাকাছি
তবু বহুদুরে যেন রয়।
না থাকে যদি হৃদয়ের বাঁধন
কী দিয়ে বলো বাঁধি তোমায়,
কখন জানি সোনামুখো পাখি
খাঁচা ছেড়ে দূরে উড়াল দেয়।
যতই দূরে উড়ে যাক না পাখি
আসবেই আসবে ঘরে ফিরে,
যাবার বেলায় দেবো তোমায়
আমার প্রেম-ভালোবাসার কিরে!