তোমার ঘরের ড্রয়িংরুমে
ঝাড়বাতির আলো,
আমার জীর্ণ কুঠিরে চাঁদ-তারারা
তাড়ায় রাতের কালো।
জানি তুমি প্রিয়কে নিয়ে
কাটাও সুখের রাত,
খেলি আমি চাঁদ-তারার সাথে
হাতের পরে রেখে হাত।
গল্প-কথার মানুষ এখন
পেয়েছ বুঝি তুমি!
সুখ সাগরে ভাসিয়ে নৌকো
গড়েছে প্রেমের ভূমি।
আমিও তো আছি সুখে
আছি একাই বেশ,
নিঃসঙ্গতা সঙ্গী হয়েছে
নেই একাকিত্বের রেশ।
চারিদিকে ঐশ্বর্যের সমাহার
তবুও তুমি বড়ো একা,
লাল-নীল শত আলোর মাঝে
পাও না সুখের দেখা।
দেখবে যদি দেখবে এসো
ভাঙা ছাউনির ঘরে,
সকাল-বিকাল কতশত সুখ
পড়ছে ঝরে ঝরে।
এলে তুমি খুলে এসো
মোহের রঙিন চশমাখানি,
থাকলে চোখে মোহের চশমা
সুখ দেখতে পাবে না জানি।