একুশ আমার অহংকার
একুশ রক্তে মিশে,
একুশ আমার চেতনার রং
ছড়িয়ে সুধা-বিষে!
দিলো যারা রক্ত ঢালি
মাতৃভাষার জন্য,
মৃত্যুও তাদের গায় জয়গান
ধন্য ওরা ধন্য।
বঙ্গ জননীর সাহসী সন্তান
বুলেটে পেতে বুক,
রক্ষা করেছে মাতৃভাষা
রেখেছে মায়ের মুখ।
তারি স্মৃতিতে গড়েছে বাঙালি
স্মৃতির শহিদ মিনার,
পরম শ্রদ্ধা-ভালোবাসায় ভরা
লাখো হৃদয়ের কিনার।
যতদিন রবে বাংলা ভাষা
রবে বাঙালি জাতি,
ততদিন রবে অক্ষয়-অম্লান
বঙ্গ সন্তানের স্মৃতি।
একুশ তবে এসো বারবার
এসো বছর ঘুরে,
স্মরণ করি ভাষা শহিদদের
কথা, গান আর সুরে।
২৮.০১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।