যাচ্ছে জীবন, যাচ্ছে চলে
থেমে কি আর থাকে?
যতই বাধা আসুক নেমে
জীবন নদীর বাঁকে।
মহাকালের পথটি ধরে
অনন্ত সে-পথে,
যাচ্ছি আমি, যাচ্ছ তুমি
জীবন নামক রথে।
পিছে ফেলে বহু স্মৃতি
বহু লেনাদেনা,
বহু মুখ অচেনা আর
বহু মুখ চেনা।

চলেছি এক নিঃস্ব পথিক
কাঁধে নিয়ে ঝোলা,
চলেছি মুসাফির বেশে
বড়ো আত্মভোলা।
পারের কড়ি সঙ্গে যত
পারবে তুমি নিতে,
পারাপারের কঠিন যাত্রায়
যাবে তুমি জিতে।
সময় থাকতে হও হুশিয়ার
গোছাও পারের কড়ি
নইলে তুমি খেয়াঘাটে
থাকবে একা পড়ি।

ফেরার সুযোগ নেইকো কোনো
আজব এ এক রোড,
সময় থাকতে ফলো করো
পাক-কোরানের কোড।

১৬.০৮.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।