সেদিন ছিলো মধ্যদুপুর
মিষ্টি রোদের আলো,
প্রথম দ্যাখার এক পলকেই
খুব লেগেছে ভালো!
এক পলকেই পড়ল চোখে
কপোলের কালো তিল,
সেই থেকেই হারিয়ে ফেলি
অবাধ্য এই দিল্।
স্বপ্ন সাজাই তোমায় নিয়ে
লাল নীল আলোতে,
সেই থেকে মিশে গেছি
তোমার মন্দ ভালোতে।
রোজ আমায় হারিয়ে খুঁজি
তোমার চুলের ভাঁজেতে,
পরাণ আমার রই না পরাণে
মন বসে না কাজেতে।
সকাল সন্ধ্যা স্বপ্ন বুনি
আজ ও আগামীর জন্য,
সত্যি বলছি তোমায় পেলে
হব আমি ধন্য।
তোমায় নিয়ে বাঁধব আমি
শান্তি সুখের ঘর,
জীবনে মরণে তোমায় কভু
করব নাকো পর।